ধর্মীয় নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে নারায়ণগঞ্জে উদযাপিত হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান উৎসব বড়দিন। এই দিনটি খ্রিস্টানদের প্রভু ও রক্ষাকর্তা যীশু খ্রিস্টের জন্মদিবস হিসেবে পালিত হয়। উৎসবকে ঘিরে নগরীর সাধু পৌলের গির্জা সেজেছে নতুন রূপে। এতে অংশ নিতে সকাল থেকেই সমবেত হন খ্রিস্টান ধর্মাবলম্বীরা। উৎসবের কেন্দ্রবিন্দুতে রয়েছে রঙিন আলোয় সজ্জিত ক্রিসমাস ট্রি, বিশেষ প্রার্থনা, শিশুদের মধ্যে উপহার বিতরণ এবং কুশল বিনিময়ের মাধ্যমে বড়দিন উদযাপন।
বড়দিন উপলক্ষে সবাইকে নিয়ে প্রার্থনা করেন সাধু পৌলের গির্জার ফাদার বিপুল ডেভিড দাস। প্রার্থনায় দেশবাসী ও বিশ্বের সব মানুষের মঙ্গল কামনা করেছেন যিশুভক্তরা। গির্জায় প্রার্থনা অধিবেশনের আগে এবং পরে ক্রিসমাস ক্যারল এবং প্রার্থনামূলক গান পরিবেশন করা হয়।
বড়দিন উদযাপন নিরাপদ ও নির্বিঘ্ন করতে সব ধরনের নিরাপত্তা জোরদার করেছে পুলিশ প্রশাসন। গির্জার বাইরে ও ভেতরে তাদের উপস্থিতি ছিল। এ ছাড়া সেনাবাহিনীর একটি টহল টিম গির্জা পরিদর্শন করে।
বড়দিন উদযাপন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়কে শুভেচ্ছা জানাতে এসেছিলেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার। তিনি সাধু পৌলের গির্জায় যিশুভক্তদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং কেক কাটার অনুষ্ঠানে অংশ নেন।
শুভেচ্ছা জানাতে আরও উপস্থিত ছিলেন জেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি প্রদীপ কুমার দাস, জেলা খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সভাপতি পিন্টু পলিকাপ পিউরিফিকেশন এবং মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নিমাই চন্দ্র দে।