চাঁদাবাজির অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে রাজধানীর পৃথক দুটি থানায় করা চারটি মামলা বাতিল ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বুধবার এ রায় দেন।
২০০৭ সালে রাজধানীর গুলশান থানায় করা তিনটি মামলা এবং ধানমন্ডি থানায় করা একটি মামলার কার্যক্রম বাতিল চেয়ে হাইকোর্টে পৃথক আবেদন করেছিলেন তারেক রহমান।
আদালতে তারেক রহমানের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী এ এম মাহবুব উদ্দিন খোকন, কায়সার কামাল, জাকির হোসেন ভূইয়া, এইচ এম সানজীদ সিদ্দিকী ও মাকসুদ উল্লাহ।