টাকা ছিনতাই

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডিবি পুলিশের পরিচয়ে ৩৫ লাখ টাকা ছিনতাই

ক্রাইম জেলাজুড়ে সারাদেশ সোনারগাঁ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডিবি পুলিশের পরিচয়ে এক ঠিকাদারি ব্যবসায়ীর কাছ থেকে ৩৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে কনকর্ট সিটির বিপরীত পাশে ঘটনাটি ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী রবিবার (৯ নভেম্বর) দুপুরে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভুগী ব্যবসায়ী মুরাদুর রহমান (৪৯) ঢাকা টিটি পাড়া থেকে ষ্টার লাইন পরিবহনে নেভী-ব্লু রঙের একটি স্কুল ব্যাগে নগদ ৩৫,০০০০০ (পয়ত্রিশ লক্ষ) টাকা নিয়ে ফেনীর উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের পিরোজপুর আমেনা সুপার মার্কেট মসজিদে দুপুর ০১.৩০ ঘটিকায় নামাজ পড়ার জন্য যাত্রীদের অনুরোধে বাস থামানো হয়। নামাজ শেষে যাত্রীবাহী বাসটি পূনরায় গন্তব্যমুখী হলে ২/৩ মিনিট চলার পর ডিবি পুলিশের পোষাক পরিহিত অবস্থায় কয়েকজন লোক সিগন্যাল দিলে চালক গাড়িটি থামানোর সাথেসাথে তল্লাশির নাম করে ব্যবসায়ীকে হ্যান্ডকাপ পড়িয়ে টেনেহিঁচড়ে নামিয়ে তাদের হাইয়েছ গাড়িতে উঠিয়ে নিয়ে যায়।

ভুক্তভোগী ব্যবসায়ী মুরাদুর রহমান বলেন, ছিনতাইকারীরা আমাকে তাদের গাড়িতে উঠিয়ে প্রাণনাশের ভয় দেখায় এবং দ্রুত সময়ের মধ্যে টাকার ব্যাগটি হস্তান্তর করতে বলে। আমি পরিস্থিতি বুঝে ওঠার আগেই তারা ব্যাগ নিয়ে আমার চোখমুখ বেঁধে ফেলে। প্রায় দুই ঘন্টা গাড়িতে করে ঘুরানোর পর আমাকে চোখমুখ বাঁধা অবস্থায় রূপগঞ্জের ভুলতা এলাকায় রাস্তার পাশে ফেলে চলে যায়।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদ হাসান খান বলেন, ৩৫ লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনায় লিখিত অভিযোগ নেয়া হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এদিকে এমন ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। ডিবি পরিচয়ে এমন ছিনতাই মহাসড়কে নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি প্রকাশ করছেন স্থানীয় এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *