
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় একজন অটোরিকশা চালক আব্দুল কুদ্দুস (৩৫) নিহত হয়েছেন। সোমবার (০১ সেপ্টেম্বর ) সকাল প্রায় ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনে, দশতলা সংলগ্ন( বেঙ্গলের মোড় )এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশের সিমরাইলের ইনচার্জ পরিদর্শক জুলহাস উদ্দিন জানান, উল্টো দিক থেকে আসা দুটো ইজিবাইককে সাইড দিতে গিয়ে সে ডান দিকে চেপে যায়। এসময় ঢাকামুখি একটি বাস তাকে ধাক্কা দিলে সে ছিটকে পড়ে সড়ক বিভাজনের সাথে মাথায় আঘাত পেয়ে রক্ত খরন হয়ে মারা যায়। নিহত আব্দুল কুদ্দুস শরীয়তপুরের সখিপুর থানার কাদিরগঞ্জের আব্দুল ওকিলের ছেলে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে।

