নারায়ণগঞ্জ শহরের জিমখানা এলাকায় মাদক মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ৷ শনিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা সাতটার দিকে এ ঘটনা ঘটে৷ হামলায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন এবং পুলিশের একটি গাড়ি ভাঙচুর করা হয়েছে বলে জানান সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিরউদ্দিন আহমদ৷ পরে অতিরিক্ত পুলিশ নিয়ে অভিযান চালিয়ে জিমখানা এলাকা থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে৷ এর আগে মাদক মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি আলম চান নামে এক ব্যক্তিকে ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে সদর মডেল থানা পুলিশ৷ আলম চানকে গ্রেপ্তার করে নিয়ে আসার সময় তার পরিবারের লোকজন ও স্থানীয় মাদক ব্যবসায়ীরা পুলিশের উপর হামলা চালায় বলে জানান ওসি নাছিরউদ্দিন৷ তিনি বলেন, হামলাকারীরা পুলিশের একটি গাড়ি ভাঙচুর করেছে এবং তিন জন পুলিশ সদস্যকে কিল-ঘুষি মেরে আহত করেছে৷ “পরে অতিরিক্ত ফোর্স নিয়ে ওই এলাকায় অভিযান চালানো হয়৷ এ ঘটনায় মামলা হবে৷ মাদকের ব্যাপারে জিরো টলারেন্সের নির্দেশনা রয়েছে৷” এর আগে গত ২২ অক্টোবর রাতে শহরের জিমখানা এলাকায় আরেক অভিযানে আসামির ছুরিকাঘাতে এক পুলিশ কর্মকর্তা আহত হন৷ ওই আসামি পুলিশকে ছুরিকাঘাত করে সেখান থেকে পালিয়ে যান৷