জাতীয় নাগরিক কমিটির ফতুল্লা থানার পরিচিতি সভা অনুষ্ঠিত

ফতুল্লা

জাতীয় নাগরিক কমিটি, নারায়ণগঞ্জের ফতুল্লা থানার পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এই সভা আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল-আমিন।

সভায় ফতুল্লা থানার ১৯৮ জন সদস্যের একটি “প্রতিনিধি কমিটি” আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন ফতুল্লা থানার প্রতিনিধি আব্দুর রহমান গাফফারি।

সভায় প্রধান অতিথি অ্যাডভোকেট আব্দুল্লাহ
আল-আমিন বলেন, “জুলাই অভ্যুত্থানের সময় শহীদ হওয়া ভাই-বোনদের স্বপ্ন পূরণে আমাদের কাজ করতে হবে। ফতুল্লার প্রতিনিধিদের আহ্বান জানাই, তারা যেন শহীদের পরিবার এবং আহত ব্যক্তিদের খোঁজ-খবর রাখেন। প্রয়োজন হলে চিকিৎসা এবং আর্থিক সহায়তার জন্য ‘জুলাই স্মৃতি ফাউন্ডেশন’-এর সঙ্গে যোগাযোগ করবেন। এছাড়া স্থানীয় পর্যায়ে উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করতে হবে।”

অনুষ্ঠানে অন্যান্য বক্তারা শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করে তাদের আদর্শে সমাজ গঠনের আহ্বান জানান।

সভায় উপস্থিত ছিলেন ফতুল্লা থানার প্রতিনিধি দিলশাদ আফরিন, জোবায়ের তামজিদ, পারভিন আখতার, সদর থানার প্রতিনিধি শওকত আলী।

পরিচিতি সভায় আরো উপস্থিত ছিলেন, নাইমুল খান রওনাক, রাফিদুর রহমান রিদয়, রায়হান শরিফ, ফজলে রাব্বি, শফিকুল ইসলাম সাদ, আজিজাহ তাসনিম, জোবায়ের মাহমুদ, শরিফ আকন্দ, তরিকুল ইসলাম রাকিব, রাশেদ তালুকদার, তানভীর রিশাদ, ফয়সাল আহমেদ, নাঈম তাসভির, আসিফ আহমেদ, আল মাহমুদসহ জাতীয় নাগরিক কমিটির ফতুল্লা থানার অন্যান্য প্রতিনিধিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *