ঘোষণা পাঠের মধ্যদিয়ে দুইদিনব্যাপী লালন উৎসব সমাপ্ত

জেলাজুড়ে সদর

ফকির লালন সাঁইয়ের ২৫০ তম জন্মবর্ষ উপলক্ষে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট আয়োজিত দুইদিনব্যাপী লালন উৎসব শনিবার (২৫ জানুয়ারি) সমাপ্ত হয়েছে। নগরের কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এ উৎসবের মূল প্রতিপাদ্য ছিল লালন সাঁইয়ের বাণী, “এমন সমাজ কবেগো সৃজন হবে, যে দিন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জাতি গোত্র নাহি রবে।”

শুক্রবার (২৪ জানুয়ারি) উৎসবের উদ্বোধন করেন লালন অনুসারি বাউল ফকির পিয়ার সাঁই। শনিবার সন্ধ্যায় লালন সাঁইয়ের গান পরিবেশন করেন কুষ্টিয়ার ফকির পিয়ার সাঁই, শিরিন সুলতানা, ফারুক মÐল, এ্যানি খান, ফরিদপুরের শিল্পী ফকির পাগলা বাবলু, ফকির শাহজালাল প্রমুখ।

এসময় নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট এর সভাপতি জিয়াউল ইসলাম এর সভাপতিত্বে এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি এর ঘোষণার মধ্যে দিয়ে উৎসবের সমাপ্তি ঘোষণা করা হয়। ঘোষণায় তিনি বলেন, “৫ আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র জনতার অভ্যুত্থানে সকল বৈষম্যের অবসান হওয়ার আশা থাকলেও বাস্তবে ধর্ম, মত ও পথের বৈষম্য বৃদ্ধি পেয়েছে।”

তিনি আরও বলেন, “নারায়ণগঞ্জের কাশীপুরের মধ্য নরসিংপুরে গত দশ বছর ধরে লালন মেলা ও সাধু সঙ্গের আয়োজন করা হচ্ছিল, কিন্তু এবার তা বন্ধ হয়ে যায় কিছু ধর্মান্ধ উগ্রবাদিগোষ্ঠীর বাধার কারণে। গত নভেম্বরে এসব কর্মসূচি বন্ধ হয়ে যাওয়ায় আমরা গভীরভাবে আহত হয়েছি।”

তিনি উল্লেখ করেন, “সম্প্রতি দেশের অর্ধশতাধিক মাজার-খানকায় হামলা ও ভাংচুর করা হলেও সরকারের নির্লজ্জ নিরবতা আমাদের মর্মাহত করেছে। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং বলি, ধর্ম রক্ষার নামে সারা দেশে সাম্প্রদায়িক গোষ্ঠীর সহিংসতার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ অব্যাহত থাকবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *