গণধর্ষণ মামলার পলাতক আসামি র‍্যাবের হাতে গ্রেফতার

ক্রাইম জেলাজুড়ে সোনারগাঁ

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মোগরাপাড়া ইউনিয়নের এক তরুণীকে অপহরণের পর সপ্তাহব্যাপী আটক রেখে গণ-ধর্ষণের অভিযোগ উঠেছে তার প্রতিবেশী হাসান নামে যুবকের বিরুদ্ধে। গড়িমশি করে সোনারগা থানা মামলা নেওয়ায় আইজিপির নিকট অভিযোগ করে ভুক্তভোগী ঐ নারী, আইজির ধাক্কা খেয়ে ওসি এম এ বারী মামলা নিয়েছে বলে জানায় বাদীনি কিন্তু মামলা নিলেও আসামী গ্রেফতার করেনি সোনারগাঁও থানা পুলিশ।

এ ব্যাপারে ধর্ষিত ঐ তরুণী সোনারগাঁও থানা মামলা করলে অভিযুক্ত যুবক হাসান গা ঢাকা দেয়। রোববার রাতে প্রযুক্তির মাধ্যমে র্র্যাব-১১ তার অবস্থান শনাক্ত করে ঢাকা থেকে তাকে গ্রেফতার করে সোনারগাঁও থানায় সোপর্দ করে।

এর আগে সোনারগাঁও থানা পুলিশ তাকে গ্রেফতার করলেও থানার ওসি এম এ বারী টাকার বিনিময়ে হাসানকে ধর্ষণ মামলায় গ্রেফতার না দেখিয়ে ১৫১ ধারায় আদালতে পাঠায়। এ কারণে একই দিন বিকেলে এ আসামি জামিনে বের হয়ে বাড়ি ফিরে বাদীকে মামলা তুলে নেয়ার হুমকি দিতে থাকে।

এ ব্যাপারে ঐ ভূক্তভোগী তরুণী পরে র্র্যাবের কাছে লিখিত অভিযোগ করলে তারা তদন্ত করে ঢাকা থেকে পলাতক অবস্থায় আসামিকে গ্রেফতার করেছে।

এ ব্যাপারে সোনারগাঁও থানার সেকেন্ড অফিসার এসআই মাসুদ জানায়, ধর্ষণ মামলার আসামি হাসান প্রায় এক মাস ধরে পলাতক ছিল। রোববার রাতে র‍্যাব তাকে ঢাকা থেকে গ্রেফতার করে সোনারগাঁও থানায় সোপর্দ করলে সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *