কিশোর গ্যাং ‘ডি কোম্পানি’র দুই সদস্য গ্রেপ্তার,হেরোইন, গাঁজা, ইয়াবাসহ ছুরি-চাপাতি উদ্ধার

আইন আদালত ক্রাইম জেলাজুড়ে ঢাকা ফতুল্লা সারাদেশ

নারায়ণগঞ্জের ফতুল্লার মাসদাইর এলাকায় একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে ‘ডি কোম্পানি’ নামক কিশোর গ্যাংয়ের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। অভিযানটি পরিচালনা করে র‌্যাব-১১, সিপিসি-১ এর চৌকস আভিযানিক দল।

র‌্যাব জানায়, মঙ্গলবার রাতভর পরিচালিত এ বিশেষ অভিযানে মাসদাইরের একটি ভাড়া বাসার দ্বিতীয় তলা থেকে আটক করা হয় বাপ্পী (২৯), পিতা মৃত ইমরান, সাং-চরকাশিপুর এবং মো. ইমরান (৩০), পিতা মো. জাহাঙ্গীর হোসেন, সাং-পশ্চিম মাসদাইর।

অভিযানকালে ঐ বাসা থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১৮ কেজি গাঁজা, ১০১ পুড়িয়া হেরোইন, ৪৭৯ পিস ইয়াবা, ২টি ছুরি ও ২টি চাপাতি উদ্ধার করা হয়।

র‌্যাবের প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, ‘ডি কোম্পানি’ নামের এ গ্যাং সম্প্রতি ফতুল্লা এলাকায় ত্রাসের সৃষ্টি করেছে। অস্ত্রের শোডাউন, ছিনতাই, চাঁদাবাজি, লুটপাটসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে তারা এলাকাবাসীর মাঝে ভয়ভীতি ছড়াচ্ছে। এছাড়াও তারা নগরীর বিভিন্ন স্থানে মাদক সেবন ও ব্যবসার সাথেও সক্রিয়ভাবে জড়িত।

র‌্যাব-১১ জানায়, টাকার বিনিময়ে এই গ্যাং বিভিন্ন সহিংস কর্মকাণ্ডে অংশগ্রহণ করত এবং কিশোর বয়সী সদস্যদের বিপথগামী করে অপরাধে জড়িত করত।

আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে এবং কিশোর গ্যাং নির্মূলে র‌্যাবের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *