ইসলামী আন্দোলন বাংলাদেশের সহযোগী সংগঠন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সম্মেলন শুক্রবার (৬ ডিসেম্বর) ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে নারায়ণগঞ্জ মহানগরের নেতাকর্মীরা ব্যাপক অংশগ্রহণ করেছেন। নারায়ণগঞ্জ মহানগর ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেন, “ইসলামী ছাত্র আন্দোলন সাহাবাদের নীতি ও আদর্শ অনুসরণে কাজ করে যাচ্ছে। এই সংগঠন বৈষম্য ও দুর্নীতির বিরুদ্ধে সাহসী ভূমিকা রেখে চলেছে। আমরা পিআর পদ্ধতির নির্বাচনের মাধ্যমে একটি জাতীয় সরকার প্রতিষ্ঠা করতে চাই, যা সকল শ্রেণির মানুষের প্রতিনিধিত্ব নিশ্চিত করবে।” তিনি আরও বলেন, “বর্তমান রাজনৈতিক সংকট নিরসনে আমাদের ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন প্রয়োজন, যেখানে দুর্নীতিবাজদের কোনো স্থান থাকবে না।” সম্মেলনে নারায়ণগঞ্জ মহানগরের সেক্রেটারি মুহা. সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা শামসুল আলম, অর্থ সম্পাদক মুহা. ইসমাইল, এবং ছাত্র আন্দোলনের নগর সভাপতি মুহা. ওমর ফারুকসহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।