আবুল কাউছার আশা

আশার বিজয় র‍্যালিতে জনস্রোত

জেলাজুড়ে সদর

মহান বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম-আহবায়ক ও নাসিক ২৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল কাউছার আশা নেতৃত্বে বিশাল বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চাষাড়া বিজয় স্তম্ভ, মিশন পাড়া, মেট্রো হল হয়ে কালিবাজারে এসে শেষ হয়। এতে হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন, যা নারায়ণগঞ্জের ইতিহাসে সর্বকালের সবচেয়ে বড় বিজয় র‍্যালি হিসেবে চিহ্নিত হয়।

বিজয় র‍্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে আবুল কাউছার আশা বলেন, “স্বৈরাচারী ফ্যাসিবাদ মুক্ত স্বাধীন বাংলাদেশে আজকের এই বিশাল বিজয় র‍্যালি একটি মাইলফলক। এই প্রথম এত বড় র‍্যালি করতে পেরে আমি মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি।” তিনি আরও বলেন, “আমার বন্ধু আমানত শহীদসহ ৫ আগস্টে স্বৈরাচারী হাসিনার বাহিনীর হাতে যারা শহীদ হয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। এছাড়া, আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সিনিয়র নেতাদের, যারা আমার দাদার রাজনীতি থেকে শুরু করে আজ পর্যন্ত আমাকে সহযোগিতা দিয়েছেন।”

আশা বলেন, “বিগত সরকারের সময়ে নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও গ্রেফতার করা হয়েছিল, যার কারণে আমরা আগে বিজয় র‍্যালি করতে পারিনি। তবে আজ ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে, নেতাকর্মীদের সহযোগিতায় এই ঐতিহাসিক বিজয় র‍্যালি সম্পন্ন করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। মহান রাব্বুল আলামিনের কাছে আবারো শুকরিয়া জানাচ্ছি।”

এদিন, মহানগর বিএনপির আওতাধীন প্রতিটি থানা, ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দ খণ্ড খণ্ড মিছিল নিয়ে মন্ডলপাড়া এলাকায় জড়ো হন। পরে, একত্রিত হয়ে র‍্যালিটি মহানগর বিএনপির যুগ্ম-আহবায়ক আবুল কাউছার আশার নেতৃত্বে প্রধান সড়ক প্রদক্ষিণ করে চাষাড়া বিজয় স্তম্ভ হয়ে কালিবাজারে এসে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য ও সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, সাবেক সহ-সভাপতি হাজী ফারুক হোসেন, মহানগর বিএনপির সদস্য আমিনুর ইসলাম মিঠু, শহিদুল ইসলাম রিপন, মনোয়ার হোসেন শোখন, মহানগর বিএনপি নেতা হাজী তাহের আলী, আবুল সরদার, সোলেইমান, মোহাম্মদ হোসেন কাজল, সুজন মাহমুদ, তোফাজ্জল মৃধা,  খোকা, মনির হোসেন, শফিউদ্দিন সোহেল, বুলু, তোফাজ্জল হোসেন, শহীদ হাসান খান, দুলাল, বরকত উল্লাহ জনি, বাচ্চু, মাহাবুব, জাহাঙ্গীর, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক অহিদুল ইসলাম ছক্কু, সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান পাবেল, মেহেদী হাসান, আরাফাত চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক হোসেন লিয়ন, রাজীব হোসেন, সদর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক জাহাঙ্গীর হোসেন বেপারী, বন্দর থানা স্বেচ্ছাসেবক দল নেতা পাপ্পু, আলতাব হোসেন ইব্রাহিম, মহানগর যুবদল নেতা ও সাবেক মহানগর ছাত্রদলের সহ-সভাপতি শফিকুল ইসলাম শফিক, দপর্ন প্রধান, নুর আফসার শাওন, সদর থানা ছাত্রদলের সভাপতি রবিন সরকার পায়েল, রমজান আলী, জিসান সহ হাজারো নেতাকর্মী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *