আড়াইহাজারে মাদ্রাসা ছাত্র হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

আড়াইহাজার

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাদরাসা ছাত্র মাহাবুব হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সৈকত (২৩) কে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। মঙ্গলবার (২৯ নভেম্বর) বিকালে জেলার সিদ্ধিরগঞ্জ থানার চিটাগাং রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত সৈকত উপজেলার হাইজাদী ইউনিয়নের সেন্দী গ্রামের বিল্লালের ছেলে। নিহত মাহাবুব ওই গ্রামের আশকর আলীর ছেলে। নিহত মাহবুব বন্দর কওমী মাদ্রাসায় পড়ালেখা করতেন।

র‍্যসব-১১’র এএসপি সনদ বড়ুয়া এর সত্যতা নিশ্চিত করে জানান, চলতি বছরের ১৭ মে মাহাবুব কয়েকজন ‘খারাপ’ ছেলেদের সঙ্গে খেলাধুলা করলে তার বড় ভাই আবু হানিফ শাসন করেন। এতে মাহাবুব রাগ করে বাড়ি থেকে চলে যায়।

পরে রাত ১২টার দিকে বস্ত্রহীন মৃত অবস্থায় সেন্দী ধান ক্ষেতে মাহাবুব এর মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় আবু হানিফ আড়াইহাজার থানায় মামলা করেন।

গত ৩১ জুলাই জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক এস এম এরশাদুল আলম এই মামলার আসামী সৈকত, কাউছার ও শামীমকে মাদ্রাসার ছাত্র মাহাবুব হত্যা মামলায় দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন।

আসামিদের মধ্যে মো. কাউছার জেল হাজতে আটক থাকলেও অপর দুই আসামি মো. সৈকত ও শামীম দীর্ঘদিন আত্মগোপনে ছিলো। এরই ধারাবাহিকতায় এক অভিযানে সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকা থেকে পলাতক আসামি সৈকতকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

র‍্যাব আরও জানায়, আদালতে গ্রেপ্তারকৃতরা স্বীকার করে তাস খেলা নিয়ে সেদিন ১৭ মে রাতে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে সেই দ্বন্দ্বেই মাহাবুবকে ছুরিকাঘাতে হত্যা করে ধানক্ষেতে ফেলে রাখে সৈকত, শামীম ও কাউসার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *