
নারায়ণগঞ্জ: মানবতাবিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে আওয়ামী লীগ ঘোষিত ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির প্রভাব পড়েনি শিল্প ও বন্দর নগরী নারায়ণগঞ্জে। সোমবার (১৭ নভেম্বর) সকাল থেকে শহরের চিত্র ছিল সম্পূর্ণ স্বাভাবিক। কর্মসূচির সমর্থনে কোনো রকম পিকেটিং বা অবরোধের চেষ্টা লক্ষ্য করা যায়নি।
যান চলাচল ও ব্যবসায়িক প্রতিষ্ঠান খোলা: দিনের শুরু থেকেই শহরের প্রধান সড়ক ও লিংক রোডগুলোতে অন্যান্য দিনের মতোই যান চলাচল ছিল স্বাভাবিক। দূরপাল্লার বাস চলাচল না করলেও, রিকশা, সিএনজি, ইজিবাইক ও ব্যাটারিচালিত অটোরিকশার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শহরের গুরুত্বপূর্ণ মার্কেট, শপিংমল এবং সকল ব্যবসায়িক প্রতিষ্ঠান ছিল খোলা।
কর্মজীবী মানুষের ভিড়: প্রতিদিনের মতো কর্মমুখী মানুষরা ছুটছিলেন নিজ নিজ কর্মস্থলে। গার্মেন্টস, কল-কারখানা এবং বিভিন্ন বেসরকারি অফিসের কর্মচারীরা স্বাভাবিকভাবেই তাদের কাজে যোগদান করেছেন। স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের উপস্থিতি প্রমাণ করে যে, এই কর্মসূচির কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যাহত হয়নি।
প্রশাসনের সতর্ক অবস্থান: শাটডাউনকে ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসনের পক্ষ থেকে ছিল সতর্ক অবস্থান। বিভিন্ন মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হলেও, কোনো প্রকার সহিংসতা বা বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সরকারের কঠোর অবস্থান এবং সাধারণ জনগণের কর্মসূচির প্রতি অনীহার কারণেই নারায়ণগঞ্জের মানুষ এই শাটডাউন উপেক্ষা করে স্বাভাবিক জীবনযাত্রা বজায় রেখেছে।

