অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে কেন্দ্রীয় বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ বলেছেন, আপনারা অচিরেই নির্বাচনী রূপরেখা ঘোষণা করুন। এদেশের জনগণ গণতান্ত্রিক সরকার চায়। জনগণ জানতে চায় নির্বাচন কবে হবে। দেশের জনগণ আপনাদের সম্মান করে। যদি সে সম্মান ধরে রাখতে চান অচিরেই আবাদ সুষ্টো নিরেপক্ষ নির্বাচনের ব্যবস্থা করুন।
মহান বিজয় দিবস উপলক্ষে বহুতলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমানের স্বরণে শুক্রবার(২৭ ডিসেম্বর) সন্ধ্যা ৬ টায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী নগর কদমতলী এলাকায় মার্চেণ্ট ওয়ার্কার হাইস্কুল (এমডব্লিউ উচ্চ বিদ্যালয়) প্রাঙ্গনে আলোর দিশারী যুব সামাজিক সংগঠনের উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণী ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নজরুল ইসলাম আজাদ বলেন, বিএনপি দেশের কল্যাণে কাজ করে। আওয়ামী লীগের মত ভণ্ডামী করেনা। বিএনপি আওয়ামী লীগের মত দেশের ক্ষতি করার জন্য কাজ করেনা। বিএনপি সামাজিক উন্নয়নের জন্য কাজ করে। বিএনপি শান্তির দল। বিএনপির কেই মানুষের অকল্যাণে কাজ করবে না। আওয়ামী লীগ জোর করে টিকে থাকতে পারেনি। জোর করে মানুষের ভালোবাসা পাওয়া যায়না। তাই মানুষের কল্যানে কাজ করার জন্য সকল নেতাকর্মীদের প্রতি তিনি আহব্বান জানান।
স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের সময় তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে নজরুল ইসলাম আজাদ বলেন, গণতান্ত্রিক নির্বাচনের পূর্ব পর্যন্ত রাজপথে আছি। খুনি হাসিনার বিচার না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বনা। বিগত সরকারের আমলের প্রত্যেকটি অপরাধের বিচার হবে। সবাই একসাথে মিলে দেশ ও জাতির কল্যাণে কাজ করবো এটাই আমাদের নেতা তারেক রহমানের নির্দেশনা। তাই আমাদের নেতার নির্দেশনা অনুযায়ী সবাই সুন্দর সমাজ ব্যবস্থার জন্য জনগণের কল্যাণে কাজ করে যাবো।
নজরুল ইসলাম আজাদ বলেন, শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলনের মূলমন্ত্র ছিলেন তারেক রহমান। জুলাই-আগস্ট আন্দোলনে বিএনপির সবাই অংশ নিয়েছে। আমাদের দীর্ঘদিনের সে আন্দোলনের সুফল পেয়েছি ৫ আগস্ট। যা অনেকই স্বীকার করতে চায়না। বিগত ১৭ বছর আওয়ামী লীগ সরকার দেশে যে তাণ্ডব চালিয়েছে, তার বিরুদ্ধে বিএনপি আন্দোলন করেছে। আর সে আন্দোলনের রূপকার হলেন তারেক রহমান। গণতান্ত্রিক ওই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন তারেক রহমান।
নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি ও আলোর দিশারী যুব সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অ্যাডভোকেট রাকিবুর রহমান সাগরের সভাপতিত্বে এবং নারায়ণগঞ্জ জেলা জাসাসের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন বেপারীর সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খাঁন, বিশেষ বক্তা ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খাঁন টিপু।
বিষেশ অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মাসুকুল ইসলাম রাজিব, ফতেহ রেজা রিপন, মনিরুল ইসলাম সজল, সাদেকুর রহমান সাদেক, মাজহারুল ইসলাম জোসেফ, আয়েশা আক্তার দিনা,সাহেদ আহমেদ, রাহিদ ইসতিয়াক সিকদার, মোয়াজ্জেম হোসেন মল্টি প্রমুখ।