রবিবার , ১ ডিসেম্বর ২০২৪ | ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলাধূলা
  7. চট্টগ্রাম
  8. জনদুর্ভোগ
  9. জাতীয়
  10. জেলাজুড়ে
  11. ঢাকা
  12. বরিশাল
  13. ময়মনসিংহ
  14. রংপুর
  15. রাজনীতি

ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় নাসিক ও সিভিল সার্জনের ভূমিকা হতাশাজনক

প্রতিবেদক
নারায়ণগঞ্জ এক্সপ্রেস
ডিসেম্বর ১, ২০২৪ ১২:৫৬ অপরাহ্ণ

নারায়ণগঞ্জের সরকারি হাসপাতালগুলোর সেবার মান এবং ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমে অবহেলার প্রতিবাদ জানিয়ে গণসংহতি আন্দোলন ধারাবাহিক কর্মসূচি পালন করছে। শনিবার (৩০ নভেম্বর) সকালে দলটির নেতারা নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতাল এবং নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল পরিদর্শন করেন।

পরিদর্শনের পর গণসংহতি আন্দোলনের নেতারা সাংবাদিকদের জানান, সরকারি হাসপাতালগুলোর পরিবেশ অত্যন্ত নাজুক এবং রোগীরা পর্যাপ্ত চিকিৎসা সেবা পাচ্ছেন না। ডেঙ্গু পরীক্ষার কিট সংকট, বেড এবং মেডিকেল সরঞ্জামের ঘাটতি চিকিৎসাসেবা ব্যাহত করছে।

গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়কারী তরিকুল সুজন বলেন, “ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সিটি কর্পোরেশন এবং সিভিল সার্জনের ভূমিকা হতাশাজনক। ডেঙ্গু প্রতিরোধে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি, যা জনগণের জন্য চরম অবহেলার উদাহরণ। জনগণের স্বাস্থ্য সেবায় এ ধরনের ব্যর্থতা মেনে নেওয়া যায় না। জনগণের জানমাল রক্ষার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবশ্যই জবাবদিহি করতে হবে।”

দলটি জানায়, গত ২২ নভেম্বর ডেঙ্গু প্রতিরোধে অবহেলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করা হয় এবং সাতদিনের মধ্যে পরিস্থিতির উন্নতি না হলে ১ ডিসেম্বর সিভিল সার্জন কার্যালয় ঘেরাও কর্মসূচি ঘোষণা করা হয়।

পরিদর্শনকালে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন জেলা সমন্বয়কারী তরিকুল সুজন, মহানগর কমিটির সমন্বয়কারী নিয়ামুর রশীদ বিপ্লব, জেলা কমিটির ভারপ্রাপ্ত নির্বাহী সমন্বয়কারী আলমগীর হোসেন আলম, বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি ফারহানা মানিক মুনা, নারী সংহতির আহ্বায়ক নাজমা বেগম, ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সহ-সভাপতি সাইদুর রহমান, সৃজয় সাহা, ১৮নং ওয়ার্ড গণসংহতির আহ্বায়ক শুক্কুর মাহমুদ জুয়েল, ১৩নং ওয়ার্ড গণসংহতি’র সংগঠক জয়দেব প্রমুখ।

গণসংহতি আন্দোলন সাধারণ জনগণকে সিভিল সার্জন কার্যালয় ঘেরাও কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে। তারা জনগণের স্বাস্থ্যের অধিকার রক্ষায় অবিলম্বে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

সর্বশেষ - জেলাজুড়ে

আপনার জন্য নির্বাচিত

বন্দরের কুখ্যাত মাদক কারবারী ডিস মনির ও ফাতেমা মাদকসহ আটক

সোনারগাঁয়ে ৫০হাজার মিটার কারেন্ট জাল ও ম্যাজিক চাই পুড়িয়ে ধ্বংস

শিল্পের শ্লথগতির কমিয়ে দিয়েছে জিডিপি প্রবৃদ্ধি

মহানগর যুবদলের দোয়া, খাবার ও ছাত্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ

তারেক রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির ৪ মামলা বাতিল

আন্দোলনে নিহত সোলাইমানের লাশ উত্তোলনে পরিবারের আপত্তি

নারায়ণগঞ্জে পরকীয়ার জেরে সাত টুকরো করে হত্যার ঘটনায়, বান্ধবী গ্রেফতার

শাপলা চত্বর

শাপলা চত্বরে গণহত্যা: শামীম ওসমানসহ ৪৪ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে হেফাজতের অভিযোগ

অপশক্তির বিরুদ্ধে কঠোর হুশিয়ারি আবুল কাওসার আশার

রূপগঞ্জে অগ্নিকাণ্ডে দগ্ধ দুই ভাইয়ের মৃত্যু