নারায়ণগঞ্জে রাতের আঁধারে অন্যের জমির মাটি কেটে কারখানায় বিক্রির অভিযোগ

আইন আদালত ক্রাইম জনদুর্ভোগ জেলাজুড়ে বন্দর

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় অন্যের পৈতৃক সম্পত্তির জমি থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করার অভিযোগ উঠেছে পলাতক আওয়ামী লীগ নেতা ও মদনপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সালামের ঘনিষ্ঠ আলী আভিনাশ ভূঁইয়া ওরফে শাহজালালের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী সিরাজুল ইসলাম ভূঁইয়া।

বন্দর থানায় করা অভিযোগ সূত্রে জানা যায়, বন্দর উপজেলার মদনপুর এলাকার বাসিন্দা মৃত আব্দুস সামাদ ভূঁইয়ার ছেলে সিরাজুল ইসলাম ভূঁইয়া দীর্ঘদিন যাবৎ ওয়ারিশ সূত্রে পাওয়া সায়রা গার্ডেন সংলগ্ন মদনপুর মৌজার ৭১ শতাংশ নাল জমি ভোগদখল করে আসছেন।

ভুক্তভোগী অভিযোগ করেন, গত ২২ এপ্রিল গভীর রাতে একই এলাকার মৃত মো. জসিম ভূঁইয়ার ছেলে আলী আভিনাশ ভূঁইয়া ওরফে শাহজালাল (৩৩) ও তার সঙ্গে থাকা অজ্ঞাতনামা আরও ১০-১২ জন ব্যক্তি সংঘবদ্ধভাবে উক্ত জমি থেকে প্রায় ২৭ শতাংশ মাটি, যার বাজারমূল্য আনুমানিক ৩০ লাখ টাকা, কেটে নিয়ে পাশ্ববর্তী একটি কারখানায় বিক্রি করে দেন।

ঘটনার বিষয়টি জানতে পেরে সিরাজুল ইসলাম তার এক কর্মচারীকে ঘটনাস্থলে পাঠালে, অভিযুক্ত শাহজালাল তাকে হুমকি দিয়ে বলেন, “বাড়াবাড়ি করলে বা আইনের আশ্রয় নিলে বড় ধরনের ক্ষতি করে দেওয়া হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *