সিদ্ধিরগঞ্জে র‍্যাবের অভিযানে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

ক্রাইম সারাদেশ সিদ্ধিরগঞ্জ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার (৪ মার্চ) রাতে  সিদ্ধিরগঞ্জের পানির কল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতের নাম মেহেদী হাসান (২০)। সে সিদ্ধিরগঞ্জের পাঠানটুলি এলাকার মো: রহিমের ছেলে। এ বিষয়ে র‌্যাব-১১ এর পরিদর্শক সুজিৎ বিশ্বাস বাদি হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছে।
মামলা সূত্রে জানা যায়, বুধবার রাতে সিদ্ধিরগঞ্জের পানিরকল এলাকায় অস্থায়ী চেক পোষ্ট করার সময় সন্দেহজনক মনে হলে মেহেদী হাসানকে থামতে সংকেত দেয় র‌্যাব। এসময় সে কৌশলে পালানোর চেষ্টা করলে র‌্যাব তাকে আটক করে। র‌্যাব তাকে পালানোর কারণ জিজ্ঞেস করলে কোন সদুত্তোর দিতে পারেনি আটক মেহেদী। পরে তার দেহ তল্লাশী করে কোমর থেকে খালি ম্যাগজিনসহ একটি রিভালবার উদ্ধার করে র‌্যাব। এসময় তাকে গ্রেপ্তার করে রাতেই সিদ্ধিরগঞ্জ থানায় সোপর্দ করা হয় এবং অস্ত্র আইনে একটি মামলা রুজু করা হয়।
এবিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহিনূর আলম জানান, র‌্যাব গতরাতে অস্ত্রসহ মেহেদী হাসান নামে একজনকে গ্রেপ্তার করে সিদ্ধিরগঞ্জ থানায় সোপর্দ করেছে। তার বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে অস্ত্র আইনে মামলা দায়ের করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *