সিদ্ধিরগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী গ্রেপ্তার

ক্রাইম সারাদেশ সিদ্ধিরগঞ্জ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র-জনতা হত্যা ও হত্যা চেষ্টার মামলায় ওসমান গণি (৬০)’কে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার

(৫ফেব্রুয়ারি) দুপুরে সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। গ্রেপ্তারকৃত ওসমান গনি সানারপাড় এলাকাল মৃত আব্দুল আলীর ছেলে।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিনুর আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, সোনারগা থানার বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের হত্যা চেষ্টার একটি মামলার আসামী ওসমান গণি। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এদিকে ওসমান গনি গ্রেপ্তারের পর তাকে ছাড়িয়ে নিতে একটি পক্ষ সিদ্ধিরগঞ্জ থানায় গিয়ে নানাভাবে চেষ্টা চালিয়েছে বলে জানা গেছে।
আওয়ামীলীগে তার কোন পদ না থাকলেও আওয়ামী কর্মী হিসেবে সকল মিছিল-মিটিংয়ে সক্রিয় ছিল ওসমান গনি। সে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রলীগের আহবায়কও সাবেক নাসিক ৩নং ওয়ার্ড কাউন্সিলর শাহাজালাল বাদলের অন্যতম সহযোগী। আওয়ামী দোসর বাদল, শাহ নিজাম, মহিউদ্দিন মোল্লার ঘনিষ্ঠ সহচর ছিল ওসমান গনি।

বিগত সরকারের আমলে বাদল, মহিউদ্দিন মোল্লার হয়ে ৩নং ওয়ার্ড¯’ বিভিন্ন এলাকায় নির্বিঘ্নে ভূমিদস্যূতা চালিয়েছে ওসমান গনি। তার বিরুদ্ধে এলাকায় ভূমিদস্যুতার অসংখ্য অভিযোগ রয়েছে। ভূমিদস্যুতা করে অঢেল সম্পত্তি বানিয়েছে তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *