মুক্তিপণের ৫০ হাজার টাকা না পেয়ে ৯ বছর বয়সী এক শিশুকে হত্যা, আটক-১

ক্রাইম ফতুল্লা

নারায়ণগঞ্জের ফতুল্লায় নিখোঁজের এক দিন পর ইটভাটার ঝোঁপ থেকে মো: বাইজিদ আকন নামের ৯ বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে একজনকে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে ফতুল্লা মডেল থানার দাপা ইদ্রাকপুর শৈলকুইড়াস্থ সাহাবুদ্দিন হাজীর ইটভাটা থেকে শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত বাইজিদ ফতুল্লা থানার ফতুল্লা রেলস্টেশন এলাকার শাহানাজের বাড়ির ভাড়াটিয়া সাইফুল আকনের ছেলে।

এ ঘটনায় পুলিশ তথ্য-প্রযুক্তির সহায়তায় রাত ৭টার দিকে হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে ফেরদৌস আলীকে (২৯) কিশোরগঞ্জের করিমগঞ্জ থেকে গ্রেফতার করে। পরে তার স্বীকারোক্তিমতে লাশটি উদ্ধার করা হয়।

অভিযুক্ত ফেরদৌস করিমগঞ্জ থানার খাকশ্রী এলাকার মো: মানিক মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, নিহত শিশু ও ঘাতক একই ভাড়া বাড়িতে পাশাপাশি বসবাস করতো। সোমবার সন্ধ্যার দিকে চটপটি খাওয়ানোর কথা বলে শিশুটিকে নিয়ে ফেরদৌস রেলস্টেশনস্থ বাসা থেকে বের হয়। পরে রাত ১২টার দিকে নিহত শিশুর বাবাকে ঘাতক ফেরদৌস ফোন করে জানায় যে ছেলেকে জীবিত পেতে হলে ৫০ হাজার টাকা মুক্তিপণ দিতে হবে। অন্যথায় তাকে হত্যা করা হবে। তারা টাকা দিতে চাইলেও পরে মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

তিনি আরো জানান, মঙ্গলবার সকালে নিহতের বাবা এ ব্যাপারে একটি নিখোঁজ জিডি করেন। নিখোঁজ জিডির সূত্র ধরে তথ্য-প্রযুক্তির সহায়তায় রাত ৭টার দিকে করিমগঞ্জ থানা পুলিশের সহায়তায় ঘাতক ফেরদৌসকে গ্রেফতার করে পুলিশ। পরে তার স্বীকারোক্তি মোতাবেক দাপা ইদ্রাকপুরস্থ ইটভাটার ঝোঁপ থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে শিশুটিকে হত্যা করা হয়েছে,’ বলেন ওসি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *