নারায়ণগঞ্জের দেওভোগ এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত কলেজ শিক্ষার্থী সীমান্ত (২০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার (১৪ ডিসেম্বর) রাত সোয়া ১০টায় ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন তার বাবা হাজী আলম চাঁন।
সীমান্ত রাজধানীর একটি বেসরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। তিনি নারায়ণগঞ্জ শহরের দেওভোগ পাক্কা রোড এলাকার বাসিন্দা। গত বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ভোর ৬টার দিকে কলেজে যাওয়ার পথে দেওভোগের মিন্নত আলী মাজারের সামনে ছিনতাইকারীরা তার ওপর হামলা চালায়।
সীমান্তের বাবা হাজী আলম জানান, ছিনতাইকারীরা তার ছেলের পথরোধ করে ব্যাগ ও মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দেওয়ায় ছিনতাইকারীরা সীমান্তের মাথা, পেট ও পায়ে ছুরিকাঘাত করে। স্থানীয়রা ও পরিবারের সদস্যরা সীমান্তকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। দুই দিন ধরে চিকিৎসাধীন থাকার পর শনিবার রাতে তিনি মারা যান।
সদর মডেল থানার ওসি বলেন, “ভিক্টিম পরিবারের মামলা করার কথা ছিল৷ তারা পরে আসেননি৷ মারা যাবার বিষয়টি শুনিনি৷ সেক্ষেত্রে আইন অনুযায়ী হত্যা মামলা হবে৷”