অনেক শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলার চর্চা নেই -জি এম সুমন

খেলাধূলা জেলাজুড়ে সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:খেলাধুলা হচ্ছে এমন একটি মাধ্যম যার ধারা সমাজের মাদক সন্ত্রাস রোধ করা যায়। আজকে যারা মনোযোগ দিয়ে খেলাধুলা করছে তারা ভবিষ্যতে একদিন আন্তর্জাতিক পর্যায়ে গিয়ে মাঠ মাতাবে এবং দেশ, সমাজ ও জাতীর মুখ উজ্জল করবে। আমাদের পর্যাপ্ত খেলার মাঠ না থাকার কারণে আমাদের যুব সমাজ মাদক, কিশোর গ্যাংসহ বিভিন্ন আপরাধ মূলক কর্মকান্ডে জড়িত হচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের কেন্দ্রীয় যুগ্ন-সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলার আহবায়ক গোলাম মোস্তফা সুমন।

শনিবার (২৪ মে) সকালে নাসিক ৫নং ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জ স্টেডিয়াম মাঠে সি.আর ড্রিম সিক্সোসাইট ক্রিকেট লীগ সিজন-২ ফাইনাল খেলা ও পুরুস্কার বিতরনী আনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, সুস্থ, সুন্দর ও আনন্দময় জীবনের জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই। মাঠের অভাবে, সুস্থ পরিবেশের অভাবে বিভিন্ন পর্যায়ের অনেক শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলার চর্চা নেই।

পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের নারায়ণগঞ্জ জেলার সদস্য সচিব মো. সফিকুল ইসলাম ও জেলার যুগ্ন-আহবায়ক আসাদুজ্জমান মিন্টু প্রধান ।

এ সময় আরো উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের নাসিক ১নং ওয়ার্ডের সভাপতি মো. ওমর ফারুক জয়, সহ-সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন, মো. রেজাউল রহমান বাবলু, মো. মাসুম শেখ, আশরাফুল শুভ, মো. মাইনুদ্দিন রনি, মো. রুবেল রাজ, মো. মিশুল রাজসহ জিয়া সৈনিক দলের সিদ্ধিরগঞ্জ থানা ও বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী এবং এলাকার গণ্যামান্য ব্যাক্তিবর্গ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *