নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ৬ জন গুরুতর আহত হওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। হামলাকারীদের গ্রেপ্তার এবং বিচারের দাবিতে সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা সিদ্ধিরগঞ্জ থানার প্রধান ফটক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন।
বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ে এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়। পরে মিছিল নিয়ে তারা সিদ্ধিরগঞ্জ থানার প্রধান ফটকের সামনে অবস্থান নেন।
নিহতের মেয়ে অভিযোগ করেন, "আসামিরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বহিরাগত লোকজন নিয়ে হামলা চালিয়ে আমার ভাই, মা ও বাবা সকলকে গুরুতর আহত করেছে। এই শোকে আমরা মা স্টোক করে মারা যান। তারা পুলিশ সদস্যদের সামনে এতগুলো মানুষকে মারলো, তারপরও মামলা নেয়নি। তারা এখনও আমাদের পরিবারের সদস্যদের হত্যার হুমকি দিচ্ছে।"
নিহতের ছেলে রোমান বলেন, "আমরা বাড়িতে গিয়ে দেখি আমার ভাইকে মারছে। আমি ঠেকাতে গেলে আমাকে মারধর করে কুপিয়ে আহত করেছে। প্রশাসনের লোকজন ঘটনাস্থলে উপস্থিত ছিল, তারপরও আমাদের মেরেছে। থানায় গিয়ে আমরা মামলা করতে চাইলে, সাবেক ওসি আল মামুন মামলা নেয়নি।"
সিদ্ধিরগঞ্জ থানার নবাগত ওসি মোহাম্মদ শাহিন আলম বলেন, "আমরা এ বিষয়ে ব্যবস্থা নেব। সঠিক বিচার হবে এবং এর কোন ব্যতিক্রম ঘটবে না।"
এদিকে, ১ ডিসেম্বর বাসা ভাড়া চাইতে গেলে আশরাফ মিয়া ও তার ছেলেদের ওপর হামলা চালানো হয়। এর পর ২ ডিসেম্বর মো. আশরাফ মিয়া বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলার আসামিরা হলেন- মো. মনির হোসেন, চাঁন মিয়া, জাহান, ওয়াদুদ, গনি মিয়া, নাজমুল।