সিদ্ধিরগঞ্জ থানা এলাকার ৪ নং ওয়ার্ডের ভূমিপল্লি এলাকা থেকে সায়েম আহাম্মেদ (১৪) নামের এক কিশোর গত শুক্রবার থেকে নিখোঁজ রয়েছে। দুপুরে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তার সন্ধান না পেয়ে পরিবারে উৎকণ্ঠা বাড়ছে।
এ সময় সায়েমের পরণে ছিল হলুদ রঙের গেঞ্জি এবং গ্রে রঙের ট্রাউজার। এ ব্যাপারে নিখোঁজ শিশুর পিতা শাহরিয়ার আহাম্মেদ সিদ্ধিরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
সায়েমের পরিবার জানায়, সম্ভাব্য নানা স্থানে খুঁজেও ছেলেকে না পেয়ে তাদের চরম উৎকণ্ঠায় দিন কাটছে। যদি কেউ তার সন্ধান পায় তাহলে শাহরিয়ার আহমেদ 01312-164075 (পিতা) এই নম্বরে জানাতে অনুরোধ করা হয়েছে।