হাজারো ছাত্র-জনতাকে হত্যা করেও শেখ হাসিনার কোনো অনুশোচনা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, পলাতক অবস্থা থেকেও এখনো তিনি হিংস্র মানসিকতা নিয়ে রাজনীতি করছেন। আর রাষ্ট্রপতি সেই পলাতক শেখ হাসিনাকে পুনর্বাসিত করার চেষ্টা করছেন। তিনি ছাত্র-জনতার উত্তাল সময়ে কিছু বলেননি। এখন শেখ হাসিনার অনুগামী হয়ে কথা বলছেন।
জুলাই অভ্যুত্থানে সাভারের ব্যাংক টাউন এলাকায় পুলিশের গুলিতে শহীদ ইয়ামিন ও নাফিসার পরিবারকে সহযোগিতা প্রদান অনুষ্ঠানে আজ সোমবার দুপুরে সাংবাদিকদের রুহুল কবির রিজভী এ কথাগুলো বলেন।
রিজভী বলেন, ‘রাষ্ট্রপতি তো শেখ হাসিনারই দেওয়া। রাষ্ট্রপতি ছাত্রজীবনে ছাত্রলীগ করতেন, যুবলীগ করতেন। উনি (রাষ্ট্রপতি) বলেছেন, শেখ হাসিনার পদত্যাগপত্র পাননি। পলাতক শেখ হাসিনা পদত্যাগপত্র দিয়ে যাননি, হতে পারে এটা? আমরা জানি, তিনি পদত্যাগপত্র দিয়েছেন। রাষ্ট্রপতি তাঁর দায়িত্ব পালনের চেয়ে আওয়ামী লীগের দায়িত্ব পালনে বেশি ইচ্ছুক। প্রথম দিকে ছাত্র-জনতার যে উত্তাল রূপ, সে সময় তিনি কিছু বলেননি। এখন শেখ হাসিনার অনুগামী হয়ে কথা বলছেন। কোনো ধরনের চক্রান্তের সঙ্গে তিনি আছেন কি না দেখতে হবে।’
রিজভী আরও বলেন, স্বৈরাচারের দোসররা নানা জায়গায় আছে। ওদের হাতে আছে প্রচুর টাকা। সব টাকা পাচার করতে পেরেছে, তা নয়। কালোটাকা ও লাইসেন্সবিহীন অস্ত্র প্রয়োগ করবে জনগণের ওপর। দেখাতে চাইবে বাংলাদেশ অস্থিতিশীল। দেশকে বিক্রি করে দিয়ে ক্ষমতায় থাকার যে রাজনীতি, শেখ হাসিনা আবারও তা পুনঃপ্রতিষ্ঠিত করতে চান। সেটা জনগণ হতে দেবে না।