তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা নারায়ণগঞ্জ শহর শাখা’র বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৫ খ্রি: অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে নারায়ণগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ৫ টি গ্রুপে শিক্ষার্থীরা মোট ১৯টি খেলায় অংশ গ্রহণ করেন। খেলার শুরুতে পি.টি.প্যারেড ও সম্মান সালাম, কুরআন তিলাওয়াত, তানযীমুল উম্মাহ'র থিম সং পরিবেশন করে তানযীমুল উম্মাহ শিল্পীগোষ্ঠীর শিল্পীরা এবং জাতীয় সঙ্গীত ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান উপলক্ষে প্রথমে স্বাগত বক্তব্য রাখেন অত্র শাখার শাখা প্রধান মাওলানা ইকবাল হোসাইন। অনুষ্ঠানে এম.আমিনুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ আর্দশ স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো.আজিজুর রহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন তানযীমুল উম্মাহ গার্লস মাদরাসা, নারায়ণগঞ্জ শাখার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মনজুরুর রহমান, তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন এর পরিচালনা পরিষদের অন্যতম সদস্য মোঃ কামরুজ্জামান, বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক ও অভিভাবক জনাব আব্দুল মোমিন।