জাতীয়তাবাদী কৃষকদলের ইউনিয়ন কৃষক সমাবেশ সফল করতে নারায়ণগঞ্জে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) সিদ্ধিরগঞ্জে গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজে নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের উদ্যোগে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
এসময় জেলা কৃষকদলের আহ্বায়ক ডা. শাহীনের সভাপতিত্বে ও সদস্য সচিব রিফাত কায়সারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি খলিলুর রহমান ভিপি ইব্রাহিম। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক দিপু হায়দার খান। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় দফতর সম্পাদক শফিকুল ইসলাম, ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক আবদুল্লাহ আল নাইম।
এসময় সমাবেশগুলো সফল করতে ও দেশ বিনির্মানে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা জনগণের কাছে পৌঁছে দিতে নেতাকর্মীদের কাজ করে যাওয়ার আহ্বান জানান নেতারা। সভায় জেলা কৃষকদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা প্রস্তুতি সভায় অংশ নেন।