ফতুল্লার আলোচিত স্কুল ছাত্র ইমন হত্যা মামলায় মৃত্যুদন্ড ও যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত ৩ আসামিকে গ্রেফতার করেছে র্যাব। রোববার ২৪ নভেম্বর র্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ ও র্যাব-৭, সদর কোম্পানী, পতেঙ্গা, চট্টগ্রাম এর যৌথ অভিযানে চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী থানাধীন চরলক্ষ্যা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। র্যাব ১১ এর সিপিসি-১ কোম্পানী কমান্ডার মেজর অনাবিল ইমাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।
গ্রেফতারকৃতরা হলেন, মৃত্যুদন্ড সাজাপ্রাপ্ত আসামি আহম্মদ আলী (৬৬), সেন্টু মিয়া (৩৬) এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হোসনা বেগম (৫৮)।
র্যাব জানায়, গত ২০১৩ সালের ১৬ জুন পারিবারিক বিরোধের জের ধরে স্কুল ছাত্র ইমন হোসেন (১৪) কে হত্যা করে বাড়ির পাশে ধইঞ্চা ও ধান ক্ষেতের মধ্যে ৯ টুকরা করে ফেলে রাখা হয়। এ ঘটনায় নিহত ইমনের পিতা বাদি হয়ে নয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাত চার/পাঁচজনকে আসামি করে ফতুল্লা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় গত ২০২২ সালের ২০ মার্চ নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক বেগম ছাবিনা ইয়াছমিন স্কুলছাত্র শিশু ইমন হত্যা মামলার চারজনের মৃত্যুদন্ড ও দুই নারীকে যাবজ্জীবন কারাদন্ড ও চারজনকে বেকসুর খালাস প্রদান করেন। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা ইস্যু হলে র্যাব তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাব কর্মকর্তা।